আজকাল ওয়েবডেস্ক: চাঁদকে আমরা নানাভাবে দেখে থাকি। সেখানে তার নানা রং আমাদের নজরে আসে। তবে এবার সামনে আসবে গোলাপী চাঁদ।
গোলাপী চাঁদ। নামটি কানে এলেই মনটা কেমন যেন করে ওঠে। চাঁদের নান রূপের মধ্যে এটা একটা। তবে কীভাবে, কোথায় দেখা যাবে এই গোলাপী চাঁদ। চলতি মাসেই আপনি দেখতে পারেন এই গোলাপী চাঁদকে। নর্থ হ্যাম্পশায়ার থেকে ভালভাবে দেখা যাবে এই গোলাপী চাঁদকে। চলতি মাসের ১২ এপ্রিল দেখা যাবে এই বিরল চাঁদকে। আনন্দ নেওয়া যাবে এর বিরল শোভার।
গোলাপী চাঁদ সাধারণত বসন্তকে নিয়ে আসে। তাই গরমের আগে এই বসন্তের বাহার দেখাতে আকাশে দেখা যাবে গোলাপী চাঁদকে। তবে প্রশ্ন থাকতে পারে চাঁদের রং কীভাবে গোলাপী হয়ে ওঠে। উত্তরে বলা যায় এই বিশেষ দিনে চাঁদের উপর সূর্যের আলো এমনভাবে পড়বে যে সেখান থেকে তাকে একেবারে গোলাপী দেখাবে। এটি এক ধরণের চন্দ্রগ্রহণের মধ্যে পড়ে। তবে রাতের আকাশে চাঁদ যদি গোলাপী হয়ে ধরা দেয় তাহলে মন্দ হবে না। সকলেই এর আনন্দ উপভোগ করতে পারবেন।
গোলাপী চাঁদের দেখা মেলার অর্থ হল নতুন কাজে এগিয়ে যাওয়া। নতুনভাবে সবকিছুকে শুর করা। নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। যদি নিজের মনের কথা কাউকে বলতে হয় তাহলে এই গোলাপী চাঁদকে সাক্ষী করে বলতে পারেন। তাহলেই দেখা যাবে নিজের ইচ্ছাপূরণ হয়েছে। সেখানে কোনও খামতি থাকবে না।
বসন্তকালে গোলাপী চাঁদ দেখার অর্থ হল আলো এবং অন্ধকারকে মিলিয়ে দেওয়া। সেখানে নিজের মনের এবং আত্মার শুদ্ধি করা যায়। যদি কোনও স্বপ্ন থাকে তাহলে সেটি পূরণ করতেও গোলোপী চাঁদের গুরুত্ব অসাধারণ।
যদি রাতের আকাশে গোলাপী চাঁদ দেখতে চান তাহলে হাতে একটি দূরবীন থাকলেই হবে। আর যদি সেই সময় নিজের প্রিয়জন সঙ্গে থাকে তাহলে তো কথাই নেই। মনের আনন্দে নিজের সঙ্গীর সঙ্গে গোলাপী চাঁদের আলোতে মেতে উঠতে পারেন।
